কোন রোমাঞ্চ নয়, নয় নাটকীয়তা। প্রত্যাশিতভাবেই সেরাদের সেরার পুরস্কার ফিফা দ্য বেষ্ট উঠলো উসমান দেম্বেলের হাতে। লামিন ইয়ামাল ও কিলিয়াম এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবার এই পুরস্কার জিতলেন ফরাসি উইঙ্গার। ব্যক্তিগত ট্রফি ক্যাবিনেটে আরও একটি বড় পুরস্কার যুক্ত হলো ফরাসি তারকার। ব্যালন ডি’অরের পর ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারও নিজের করে নিলেন পিএসজির এই ফরোয়ার্ড। সেরা কোচ লুইস এনরিকে ও গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। টানা ৩য় বার সেরা নারী ফুটবলার বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার আইতানা বোনমাতি। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে এ বছরের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় দেয়া হয়েছে ফিফা দ্য বেস্ট। এসময়ের মধ্যে প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়নসহ চার শিরোপা জিতেছে পিএসজি। যেখানে ফরাসি তারকার নামের পাশে ৩৫ গোল। এর নেপথ্য নায়ক কোচ লুইস এনরিকেও পেয়েছেন সেরা কোচের স্বীকৃতি। আর গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইতালির জিয়ানলুইজি দোনারুমার হাতে। বেস্ট ইলেভেনেও জয়জয়কার পিএসজির। দেম্বেলেসহ ছয় ফুটবলার আছেন সেরা একাদশে। বার্সেলোনা থেকে দুই আর রিয়াল মাদ্রিদ থেকে একজন জায়গা করে নিয়েছেন তালিকায়। এদিকে টানা তৃতীয়বার নারী ফুটবলারের পুরস্কার জিতলেন স্পেন ও বার্সেলোনা তারকা আইতানা বোনমাতি। ইংল্যান্ডের হয়ে ইউরোজয়ী ও চেলসিকে ট্রেবল জিতিয়ে সেরা গোলরক্ষক হ্যানাহ হ্যাম্পটন। আর ইংলিশ বস সারিনা ভিগমান সেরা কোচ। বছরের সবচেয়ে আকর্ষনীয় আর চোখ ধাধানো গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। যিনি আলবিসেলেস্তে ফুটবল তারকা গঞ্জালো মন্টিয়েলের কাজিন। অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ইরাকের ক্লাব জাকো এফসির সমর্থকরা সেরা ফ্যানের স্বীকৃতি পেয়েছেন। গেল মেতে আল ওদুদের বিপক্ষে ম্যাচের আগে গ্যালারি থেকে অসুস্থ শিশুদের জন্য খেলনা আর পুতুল উপহার দেন ভক্তরা। সমর্থকের জীবন বাঁচিয়ে ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন ইয়ান রেগেন্সবুর্গের চিকিৎসক আন্দ্রেয়াস হারলাস নয়কিং। মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দর্শককে চিকিৎসা দিয়ে মানবিক ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ তৈরি করেন হারলাস। দোহায় এদিন ১১ ক্যাটাগরিতে সেরার পুরস্কার তুলে দিয়েছে ফিফা।
কারা কোন পুরস্কার জিতলেন :
বর্ষসেরা পুরুষ ফুটবলার-উসমান দেম্বেলে, বর্ষসেরা নারী ফুটবলার-আইতানা বোনমাতি, নারী গোলকিপার- হান্না হ্যাম্পটন, বর্ষসেরা পুরুষ গোলকিপার- জিয়ানলুইজি দোনারুমা, বর্ষসেরা নারী কোচ- সারিনা ভিয়েগমান,বর্ষসেরা পুরুষ কোচ- লুইস এনরিকে, মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী)- লিজবেথ ওভালে,পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ)- সান্তিয়াগো মন্তিয়েল, ফিফা ফ্যান অ্যাওয়ার্ড- জাখো এসসির ভক্তরা, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ।
বর্ষসেরা পুরুষ দল : গোলরক্ষক- জিয়ানলুইজি দোনারুমা, ডিফেন্ডার- আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস, মিডফিল্ডার- কোল পালমার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম, ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল।
বর্ষসেরা নারী দল : গোলকিপার- হান্না হ্যাম্পটন, ডিফেন্ডার- ওনা বাতলে, আইরিন পারেদেস, লিয়া উইলিয়ামসন, লুসি ব্রোঞ্জ, মিডফিল্ডার- ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইজারো, আইতানা বোনমাতি, ফরোয়ার্ড- অ্যালেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, মারিওনা কালদেনতি।