ঈদগাঁও, কক্সবাজার : “চাঁন্দেরঘোনা ক্রীড়া সংস্থা” আয়োজিত নাইট ভিশন সিনিয়র অলম্পিকবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় চাঁন্দেরঘোনা উদ্দীপ্ত তরুণ সংজ্ঞ ফুটবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কালির ছড়া ফুটবল একাদশ।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উদ্বোধক ছিলেন সাবেক ছাত্র নেতা লায়েক ইবনে ফাজেল, প্রধান পৃষ্টপোষক হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিছবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক আনিছুর রহমান, এড. মোবারক সাঈদ, মানবিক মনির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, আব্দুল হামিদ, খোরশেদ আলম, প্রবাসী ইসমাইল হোসেন, আবদুল্লাহ, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

এদিকে খেলা সফল করায় সকল সহযোগী, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁন্দেরঘোনা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।