বিদ্রোহী ১৮ নারী ফুটবলারদের সঙ্গে বর্তমানে যুক্তি নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।এরই মাঝে কোচ ও ফুটবলারদের মধ্যকার দ্বন্দ্ব মিটে গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ঋতুপর্ণা সানজিদারা।নারী ফুটবলারদের অনুশীলন চলছে ধানমন্ডির আবাহনী মাঠে।প্রথম দিন সকালের অনুশীলন শেষে কোচ বাটলার বাফুফে ভবনে ফিরলে সাংবাদিকদের কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু কোন প্রশ্নেরই উত্তর না দিয়ে শুধু বললেন, ‘নো কমেন্টস’। এই বলেই দ্রুত নিজ রুমে বিশ্রামে চলে যান।
সব ঠিকঠাক থাকলেও বাটলারের অনুশীলনে এখনো সকলেই যোগ দিতে পারেনি। বিদ্রোহী নারী ফুটবলারদের মধ্যে ইতিমধ্যেই ভুটান লিগে খেলতে গেছেন সাবিনা খাতুন, মাতসুসিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।ভুটানের আরেকটি ক্লাবে খেলার জন্য সহসাই দেশ ছাড়বে সানজিদা আক্তার, সিনিয়র সামসুন নাহার, মারিয়া মান্ডা কৃষ্ণা রানী সরকার ও সাগরিকা (বড়)। ইতিমধ্যেই তারা বাফুফে থেকে ক্লিয়ারেন্স পেয়েছে।এছাড়া মাসুরা পারভিন এবং গোলরক্ষক রূপনা চাকমাও ভুটানের লিগে খেলতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।এদিকে গতকাল বাটলারের অনুশীলনে সানজিদা, শিউলী আজীম, দুই সামসুন নাহার, মারিয়ারা গিয়েছিলেন। তারা গত দুই মাস ধরে অনুশীলনে ছিলেন না। ফিটনেস রাখা কঠিন। তারপরও সানজিদা আক্তার জানিয়েছেন খুব একটা খারাপ অবস্থায় নেই তারা। ‘আমরা বাসায় গিয়েও অনুশীলন করেছিলাম। যখন ক্যাম্পে ছিলাম তখনো নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি।’
উল্লেখ্য আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে মঙ্গলবার নারী ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার।এদিকে অনুশীলনে যোগ দেয়ায় বিদ্রোহীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন,চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি পাবে। মোট ৫৫ জন নারী ফুটবলার সঙ্গে চুক্তি থাকবে বাফুফের।অবশিষ্টদের সাথে আগামী সপ্তাহেই চুক্তি সম্পন্ন হবে।