কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে প্রথম হারের দেখা পেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বিএমও স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ১-০ গোলে হেরেছে মায়ামি। মেসি ও লুইস সুয়ারেজকে নিয়ে পূর্ণ শক্তির মায়ামি প্রতিপক্ষের গোলমুখের সামনে ছিল নিষ্ক্রিয়। ৫৭তম মিনিটে লস অ্যাঞ্জেলসের নাথান ওরদাজের স্ট্রাইক ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আগামী বুধবার ফ্লোরিডায় হবে ফিরতি লেগের খেলা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৯ ম্যাচ অপরাজিত ছিল মায়ামি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে শট নিতে পারেনি। বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ায় লস অ্যাঞ্জেলস। ৫৪তম মিনিটে তাদের ফুলব্যাক রায়ান হলিংসহেড সুবর্ণ সুযোগ নষ্ট করে গোলবারের পাশ দিয়ে বল মেরে। তিন মিনিট পর ওরদাজ সাবেক বার্সা খেলোয়াড় সার্জিও বুশকেতসকে ফাঁকি দিয়ে নিচু কোনাকুনি শটে মায়ামি কিপার ওসকার উসতারিকে পরাস্ত করেন। মেসি স্টপেজ টাইমে ফ্রি কিক থেকে সমতা ফেরানোর সুযোগ পেলেও গোলবারের ওপর দিয়ে মেরে হতাশ করেন। আগের ম্যাচে বদলি নেমে গোল করলেও এবার শুরুর একাদশে থেকে ব্যর্থ তিনি। এখন দেখার অপেক্ষা ঘরের মাঠে মেসিরা ঘুরে দাঁড়াতে পারেন কি না। ইন্টারনেট
ফুটবল
লস অ্যাঞ্জেলসের কাছে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে প্রথম হারের দেখা পেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বিএমও স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ১-০ গোলে হেরেছে মায়ামি। মেসি ও লুইস সুয়ারেজকে
Printed Edition
