ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। সৌদি প্রো লিগের দল আল-হিলালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ থাকলেও ফেদেরিকো ভালভের্দের পেনাল্টি মিসে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। অনেকেই আল-হিলালকে আন্ডারডগ ভাবলেও মাঠে তারা প্রমাণ করেছে নিজেদের শক্তি। রিয়ালকে তারা যে সহজে জিততে দেবে না, সেটা স্পষ্ট করে দিয়েছে ম্যাচজুড়ে। কোচ হিসেবে অভিষেক ম্যাচেই জয় না পাওয়ায় হতাশ হতে হয়েছে জাভি আলোনসোকে। ইন্টারনেট