সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশ দল। আলপি আক্তারের জোড়ায় বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে ভুটানকে। অন্য গোলটি সুরভী আক্তার প্রীতির। গতকাল থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকে দাপট দেখিয়েও গোল পাচ্ছিল না বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও গোল পেতে সময় লেগেছে। ভুটান প্রতি-আক্রমণে গেলেও গোল পায়নি। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলপির কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদেনের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি। ১৯ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩ মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে বল জালে জড়ান প্রীতি। শরীর দিয়ে বল ঠেলে দেন তিনি। বিরতির পরও বাংলাদেশের দাপট চলতে থাকে। ৫৪ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। বক্সের বাইরে থেকে আলপি ডান পায়ের বুলেট গতির শটে জাল কাঁপান। ৬১ মিনিটে ভুটান এক গোল শোধ দেয়। তাদের একজনের শট গোলকিপার ঠিকমতো গ্রিপে নিতে পারেননি, দৌড়ে এসে সামনে থাকা বল জালে পাঠাতে সময় নেননি ১২ নম্বর জার্সিধারী রিনজিন দেমা চোডেন। চার মিনিট পর বাংলাদেশ তৃতীয় ও শেষ গোলের দেখা পায়। কর্নার থেকে ভেসে আসা বল দ্বিতীয় প্রচেষ্টায় আলপি জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত ৩-১ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। পরের মাসে অ-২০ দলও এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দল সাফ চ্যাম্পিয়ন মিশনে শুরুতে স্বাগতিক দলকে হারিয়েছে।
ফুটবল
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
ভুটানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ