সৌদি প্রো লিগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল ফাতাহর বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দল আল নাসরকে ৫-১ ব্যবধানে জয়ের পথে নেতৃত্ব দেন এই পর্তুগিজ সুপারস্টার।

এই জয় লিগে আল নাসরের টানা পঞ্চম জয়, যা তাদের শীর্ষস্থানে অবস্থান আরও মজবুত করেছে।

ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো, কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন। মুহূর্তেই পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে পড়ে, হতাশ ভক্তদের সঙ্গে ইউটিউব তারকা আইশোস্পিডও তখন স্তব্ধ।

তবে রোনালদো মানেই প্রত্যাবর্তনের গল্প। পেনাল্টি মিসের মাত্র এক মিনিট পরেই সাদিও মানের পাস ধরে চমক দেখান তিনি। ডান দিক থেকে দারুণ স্টেপওভার করে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে এক নিখুঁত শটে বল পাঠান জালের উপরের কোনায়—যেখানে গোলরক্ষকের কিছুই করার ছিল না।

এই গোলটির মাধ্যমে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৪৯-এ। অর্থাৎ, ফুটবলের ইতিহাসে অভূতপূর্ব ১,০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে এখন তার প্রয়োজন মাত্র ৫১ গোল।

রোনালদোর জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি নতুন তারকা জোয়াও ফেলিক্স করেন হ্যাটট্রিক। দুজনের সম্মিলিত নৈপুণ্যে আল নাসরের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫। টানা পাঁচ ম্যাচ জিতে দলটি এখন সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান করছে।