আরও দুই বছরের জন্য থিবো কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন এই বেলজিয়ান গোলরক্ষক। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগের চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকার কথা ছিল কোর্তোয়ার। তবে তার আগেই অভিজ্ঞ এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি বাড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় আ¯’া রাখার বার্তা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘থিবোর মতো গোলরক্ষক দলে থাকা সৌভাগ্যের ব্যাপার। সে এমন একজন যার উপস্থিতিতেই ম্যাচের ফল বদলে যেতে পারে।২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন কোর্তোয়া। এরপর থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে। লস ব্লাঙ্কোদের হয়ে তিনি এখন পর্যন্ত দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোপা জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নিয়েছিলেন কোর্তোয়া। বেলজিয়াম জাতীয় দলের কোচ ডোমেনিকো টেডেস্কোর অধীনে প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় ২০২৪ সালে সরে দাঁড়ান জাতীয় দল থেকে। তবে চলতি বছরই অবসর ভেঙে আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।