ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ার মাসচেরানো লিওনেল মেসির সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে মিডিয়ায় ছড়ানো খবরকে উড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে চেস স্টেডিয়ামে শিকাগো ফায়ারের সঙ্গে ৫-৩ হারের ম্যাচে মাসচেরানো ও মেসির মধ্যে একটি তীব্র বিতর্ক ক্যামেরায় ধরা পড়ে। এই দৃশ্যই গুজবের জন্ম দেয় যে দুইজনের মধ্যে বিরোধ আছে। তবে মাসচেরানো বলেন, ‘লিওর সঙ্গে কোনো সমস্যা নেই। আমরা কেবল শিকাগোর ডিফেন্স নিয়ে কৌশলগত আলোচনা করছিলাম। খবরে এসেছে যে তিনি আমাকে চ্যালেঞ্জ করছেন, যা সম্পূর্ণই গুজব।’ তিনি আরো জানান, ‘ম্যাচে শিকাগো দুই গোলে এগিয়ে যাওয়ার পর অনেক নিচে নেমে গিয়েছিল, তাই লাইনের মধ্যে খালি জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। আমরা সেটি নিয়ে লকার রুমে আলোচনা করছিলাম। ইন্টারনেট।