পাওনা টাকার দাবিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ক্লাবটির সাবেক কোচ ভ্যালেরিউ তিতা। অভিযোগে বলা হয়েছে, ক্লাবটি তার তিন মাসের বেতন, পুরস্কারের টাকা ও বিমান ভাড়া পরিশোধ করেনি। গত বছর জুলাইয়ে অস্কার ব্রুজোনের জায়গায় বসুন্ধরা কিংসের দায়িত্ব নিয়েছিলেন তিতা। রোমানিয়ান এই কোচের অধীনে বসুন্ধরা কিংস বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগে বাজে ফর্মের কারণে তাকে ছাঁটাই করা হয়। সম্প্রতি এক গণমাধ্যমকে তিতা বলেছিলেন যে, ‘তিন মাসের বেতন, বোনাস আমাকে দেয়নি। সেইসঙ্গে বিমান ভাড়াও আমি নিজের পকেট থেকে দিয়েছি।’ গত মৌসুমে আর্থিক সমস্যার কারণে বসুন্ধরা কিংস থেকে কয়েকজন বিদেশি খেলোয়াড় চলে যান। এরপর তৃতীয় স্থানে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি। কিংস থেকে ছাঁটাই হওয়ার পর গত জুনে ওমানের ক্লাব আল-সীবে যোগ দেন তিতা। তার দাবি, কিংস কর্তৃপক্ষের বিপক্ষে একই ধরনের অভিযোগ করেছেন ট্রেইনার খালিল চারকুন। ৫৯ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘আমাদের আসার আগ পর্যন্ত ক্লাবের অবস্থা ছিল চমৎকার। তখন এএফসি কাপ জেতাও সহজ ছিল। কিন্তু আমরা আসার পর সবকিছু ছিল সমস্যা দিয়ে ঘেরা। খেলোয়াড় ছিল না, টাকা ছিল না, বোনাস ছিল না, কিছুই ছিল না। এতকিছুর পরও আমরা দুইটা ট্রফি জিতেছি। এখন তারা নতুন খেলোয়াড় ও স্টাফ নিয়োগ দিচ্ছে। সবকিছুই অদ্ভুত মনে হচ্ছে!’
ফুটবল
পাওনার দাবিতে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ
পাওনা টাকার দাবিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন
Printed Edition
