DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত

খেলা শুরুর ২০ মিনিট আগে হাজার হাজার দর্শকে ভর্তি গ্যালারি। দুই দলের ফুটবলাররা ম্যাচের আগে গা গরম করতে না আসায় তৈরি হয় ধোঁয়াশা।

Printed Edition
Default Image - DS

খেলা শুরুর ২০ মিনিট আগে হাজার হাজার দর্শকে ভর্তি গ্যালারি। দুই দলের ফুটবলাররা ম্যাচের আগে গা গরম করতে না আসায় তৈরি হয় ধোঁয়াশা। এমন সময় ঘোষণা আসে বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তাই ওসাসুনার বিপক্ষে গত শনিবার রাতে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়। ৫৩ বছর বয়সী মিনারো গার্সিয়া ২০১৭ সাল থেকে বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন। মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে, এর আগে কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, সন্ধ্যায় আমাদের প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মৃত্যুবরণ করেছেন। এই দুঃখজনক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে। পরে ম্যাচটির নতুন সূচি নির্ধারণ করা হবে। এই কঠিন সময়ে ক্লাব বোর্ড, খেলোয়াড় ও স্টাফরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ইন্টারনেট