বল পজিশনের সঙ্গে পাসেও এগিয়ে ছিল চেলসি। তবে ম্যাচ জিততে যা প্রয়োজন সেই গোলটাই করতে পারেনি ব্লুজরা। ফল হিসেবে তাই আর্সেনালের কাছে ১-০ ব্যবধানের পরাজয় দেখতে হয়েছে তাদের। এতে প্রিমিয়ার লিগে সর্বশেষ তিন ম্যাচে জয় না পাওয়া আর্সেনাল জয়ে ফিরেছে। এ জয়ে শীর্ষ থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১২ তে নামিয়ে এনেছে গানাররা। সমান ২৯ ম্যাচে লিভারপুলের ৭০ পয়েন্টের বিপরীতে ৫৮ পয়েন্ট কোচ মিকেল আর্তেতার দলের। অন্যদিকে সবমিলিয়ে সর্বশেষ ৪ ম্যাচে জয় পাওয়া চেলসির পয়েন্ট ৪৯। আজ ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামের সমর্থকদের উল্লাসে মাতান মিকেল মেরিনো। ম্যাচের ২০ মিনিটের সময় তার হেড প্রতিপক্ষের জাল খুঁজে নেয়। গোলটিতে সহায়তা করেন কর্নার কিক নেয়া আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ম্যাচে ফিরতে সুযোগ পেয়েছিল চেলসি। তবে ৩৭ মিনিটে চেলসি সমতাসূচক গোল পেলে সেটার দায় আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার কাঁধেই পড়ত। কেননা মার্ক কুকুরেয়ার সোজাসুজি শট ধরতে গিয়ে রায়ার ফসকে গিয়েছিল। বলটি দূরের পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় বেঁচে যায় আর্সেনাল। পরে তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। উল্টো ৬০ মিনিটে আরেকটি গোল হজমের দ্বারপ্রান্তে ছিল। ইন্টারনেট
ফুটবল
চেলসিকে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল
বল পজিশনের সঙ্গে পাসেও এগিয়ে ছিল চেলসি। তবে ম্যাচ জিততে যা প্রয়োজন সেই গোলটাই করতে পারেনি ব্লুজরা। ফল হিসেবে তাই আর্সেনালের কাছে ১-০ ব্যবধানের পরাজয় দেখতে হয়েছে তাদের। এতে প্রিমিয়ার লিগে সর্বশেষ
Printed Edition
