বয়স মাত্র ১৭। এই বয়সেই ইউরোপের নজর কাড়ছেন বেলজিয়ামের হেঙ্ক ক্লাবের উদীয়মান তারকা কনস্টান্টিনোস কারেতসাস। ইতোমধ্যে তিনি ভেঙে দিয়েছেন লামিন ইয়ামালের রেকর্ড। এরপর তার লক্ষ্য এখন রিয়াল বার্সার মতো বড় ক্লাবে খেলার। ২০০৭ সালে জন্ম নেয়া এই গ্রিস-বংশোদ্ভূত মিডফিল্ডার বেলজিয়ামের দ্বিতীয় বিভাগে খেলেছেন ১৫ বছর বয়সে। প্রথম বিভাগে অভিষেক ১৬ বছর বয়সে। আর এখন জাতীয় দলের হয়েও গোল করেছেন ১৭ বছর বয়সে। এই গোল তাকে তুলে দিয়েছে ইতিহাসের পাতায়। আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে গোল করে তিনি লামিন ইয়ামালের রেকর্ড ভেঙেছেন। হয়েছেন প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। হেঙ্কের যুব একাডেমি থেকে উঠে আসা কারেতসাস আগেও খেলেছেন আন্ডারলেখটের বিখ্যাত নিরপেড একাডেমিতেও। মাত্র ১.৭১ মিটার উচ্চতার বাঁ পায়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন পর্যন্ত হেঙ্কের হয়ে ৩১ ম্যাচে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। প্রতি ম্যাচে ৪টির বেশি সফল ড্রিবল করেন তিনি- এই পরিসংখ্যানে ইউরোপের শীর্ষ ২০-এ আছেন তিনি।২০২০ সালে আন্ডারলেখটে যোগ দিলেও ২০২২ সালে ফিরেছেন প্রিয় ক্লাব হেঙ্কে। ম্যানচেস্টার সিটি ও আয়াক্সের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ঘরোয়াভাবে উন্নতির পথ বেছে নিয়েছেন কারেতসাস। নিজেই বলেছেন, ‘আমি হেঙ্কে গড়ে ওঠা কেভিন ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়ার পথ অনুসরণ করতে চাই।’ ইন্টারনেট