জানুয়ারীতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যা”েছ নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন ধরে ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় দলের বাইরে আছেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়ারা। তবে তাদের নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা। এই দলকে নেত...ত্ব দেবেন সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন। তার সঙ্গে থাকছেন মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও ক...ষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। এর আগে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। সে আসরে সাবিনার নেত...ত্বে তিন ম্যাচেই হার মানতে হয় দলকে। উল্লেখযোগ্যভাবে, সাবিনা ও সুমাইয়া দুজনেরই ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে। সাফ ফুটসালের প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, ক...ষ্ণারানি সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমি, মার্জিয়া, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি (গোলরক্ষক), সাথি বিশ্বাস (গোলরক্ষক), ইতি রানি (গোলরক্ষক) ও স্বপ্না আক্তার জিলি (গোলরক্ষক)।