DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

ইফতার করেই রেকর্ড গড়লেন বার্সেলোনার ইয়ামাল

লামিন ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে এসেছিলেন বার্সেলোনার মূল দলে। এরপর থেকে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। গত মঙ্গলবার গোল করালেন প্রথমে, এরপর করলেন জাদুকরি এক গোল, যাতে লিওনেল মেসির ছায়া।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
eamal

লামিন ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে এসেছিলেন বার্সেলোনার মূল দলে। এরপর থেকে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। গত মঙ্গলবার গোল করালেন প্রথমে, এরপর করলেন জাদুকরি এক গোল, যাতে লিওনেল মেসির ছায়া। তাতেই উঠে গেলেন রেকর্ডের পাতায়। তবে তার এ কীর্তির মূল্য আরও বেড়ে যায় তার শারীরিক অবস্থার কথা মাথায় রাখলে।গতকাল মঙ্গলবার রোজা রেখেই মাঠে নেমেছিলেন। ইফতারের ঠিক আগে পড়ে অ্যাসিস্ট আর গোল করে গড়েছেন রেকর্ড। বার্সেলোনা নিজেদের মাঠে মুখোমুখি হয়েছে বেনফিকার। এক গোলের লিড আগে থেকেই ছিল। ম্যাচের ১১ মিনিটে তিনি রাফিনিয়াকে দিয়ে করান গোলটা। বার্সেলোনা সামগ্রিক লড়াইয়ে এগিয়ে যায় ২-০ গোলে। কাতালুনিয়ায় ম্যাচটা শুরু হয়েছে শেষ বিকেলে। মাগরিবের সময় হয় ম্যাচের মাঝেই। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের ১৫ মিনিটে। ব্রেক দেয়া হলো তার একটু আগে। শুধু পানি খেয়ে রোজাটা ভাঙলেন। তবে লামিন যেন তার জাদুর পুরোটা তুলে রেখেছিলেন তার পরের মুহূর্তের জন্য। রাফিনিয়ার ওই গোলের পর বেনফিকা নিকলাস অতামেন্দির গোলে সমতা ফিরিয়েছিল। বার্সেলোনাকে আবারও এগিয়ে দিলেন ওই ইয়ামালই, আগের বারের সঙ্গে এবারের পার্থক্য, এবার নাম ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। বক্সের বাইরে থেকে আগুনে এক শট করে বসলেন। গেল ইউরোয় যেমনটা করেছিলেন ফ্রান্সের বিপক্ষে। এবারও ফলটা একই রকম। পুরো রক্ষণ তো বটেই, গোলরক্ষক আনাতোলি ত্রুবিনকে ফাঁকি দিয়ে বলটা গিয়ে আছড়ে পড়ল জালে। তাতেই রেকর্ডটা গড়ে ফেললেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল আর অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। রেকর্ডটা এখন তার দখলে, তিনি যা গড়লেন আজ ১৭ বছর ২৪১ দিন বয়সে। কাজটা অবশ্য এখনও শেষ হয়নি। বার্সেলোনা সুবিধাজনক অবস্থানে আছে বটে, কিন্তু ম্যাচের আরও ৪৫ মিনিট এখনও বাকি। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের এ বাধা উতরে যাক (সব বাধাই কেন নয়?), স্রষ্টার কাছে নিশ্চয়ই ইফতারের সময় এ প্রার্থনাই করেছেন লামিন?