লাল-সবুজ জার্সী গায়ে হামজা চৌধুরী খেলার পর থেকেই দেশের ফুটবলের প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেরই খেলার আগ্রহ বেড়েছে। এ পর্যন্ত ৩৩ জন প্রবাসি ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। তাদের মধ্যে অন্যতম একজন কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর আগ্রহ প্রকাশ করেন এই মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই ২৭ বছর বয়সী সামিতের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। এখন পাসপোর্টের প্রক্রিয়া শুরু করবে। সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। বাফুফের এই সহ-সভাপতি বলেছেন, ‘আমরা আজ (রোববার) সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডা¯’ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।’ কানাডায় বাংলাদেশ হাই কমিশন যে শহরে অব¯ি’ত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যব¯’া করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আবেদনের সময়। কানাডা জাতীয় দলের জার্সিতে ২ ম্যাচ খেলেছেন সামিত সোম। দেশটির প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা এই মিডফিল্ডারকে আগামী জুনের উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। হাতে খুব বেশি সময় না থাকায় যত দ্রুত পারা যায় কাজ এগিয়ে নি”েছ ফেডারেশন। এরপর ফিফা প্লোয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী বাফুফে কর্তারা। এদিকে আরো একজন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে।