রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচে¦ছন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ জুনেই দায়িত্ব নেবেন। বিশ্বখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেনÑ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফের) সঙ্গে ‘চুক্তির মৌখিক সম্মতি’ দিয়ে রেখেছেন আনচেলত্তি। জুনের আন্তর্জাতিক বিরতির আগে ব্রাজিল দলের কোচ হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করতে চায় সিবিএফ, যেখানে ইকুয়েডর (৬ জুন) এবং প্যারাগুয়ের (১০ জুন) বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে। এই ঘোষণার অর্থ, আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হতে চলেছে চলতি মৌসুমের শেষে। তিনি থাকছেন না ক্লাবের সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রথম বড় আকারের ফিফা ক্লাব বিশ্বকাপে। সিবিএফ শুরু থেকেই জানিয়ে এসেছে, জুনের আগেই নতুন কোচকে দায়িত্বে আনতে চায় তারা। আর সেই আসনে বসছেন ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ ও সফল কোচদের একজন।২০২৩ সাল থেকেই ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির নাম জড়িয়ে থাকলেও এতদিন তা ছিল গুঞ্জনেই সীমাবদ্ধ। এবার তা পরিণত হয়েছে বাস্তবে। দরিভাল জুনিয়রের বিদায়ের পর থেকেই আনচেলত্তিই ছিলেন পছন্দের তালিকায় এক নম্বরে। ইতালিয়ান এই কোচের সামনে বড় চ্যালেঞ্জ ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ। ২০০২ সালের পর থেকে যা অধরাই রয়ে গেছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিল নতুন করে ভাবতে শুরু করে ভবিষ্যৎ নিয়ে। এবার তারা দায়িত্ব তুলে দিচ্ছে এমন এক কোচের হাতে, যিনি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন, এবং রিয়ালসব জায়গায়ই সাফল্য এনেছেন। ইন্টারনেট
ফুটবল
জুনেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচে¦ছন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ জুনেই দায়িত্ব নেবেন। বিশ্বখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেনÑ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফের)
Printed Edition
