উয়েফার (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) সভাপতি আলেকজেন্ডার সেফেরিন ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপে ৬৪ দলকে অন্তর্ভুক্ত করার ফিফার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি এ প্রস্তাবকে ‘বাজে ভাবনা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘উয়েফা এই বিষয়টি সম্পর্কে আগেভাগে অবহিত হয়নি। আপনাদের চেয়ে আমার কাছেই সম্ভবত প্রস্তাবটি ছিল আরও বেশি বিস্ময়ের। আমার মতে, এটি বাজে একটি ভাবনা।’ গত ৬ মার্চ অনলাইনে সভা করে ফিফা (আন্তর্জাতিক ফুটবল সংস্থা) কাউন্সিল। সেখানে উরুগুয়ের এক প্রতিনিধি অনেকটা অপ্রত্যাশিতভাবে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেন। যা শুনে অন্য অনেকের মতোই অবাক হন উয়েফা সভাপতি আলেকজেন্ডার সেফেরিন। সে দিনের সভার সঙ্গে যুক্ত ছিলেন ফিফার এই সহ-সভাপতি। নতুন করে ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাবনা গৃহীত হয়। বর্তমানে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জটিলতা নিয়ে এমনিতেই অনেক আলোচনা হচ্ছে। তিনটি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে আসন্ন এ বিশ্বকাপ। মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরোক্কা হলেও সে বছর বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হতে পারে একটি করে ম্যাচ। এছাড়া ৬৪ দল হলে ১২৮ ম্যাচের বিশ্বকাপে খেলার মান আরও পতনের পাশাপাশি সূচিসহ সবকিছু অনেক জটিল হবে বলছেন সংশ্লিষ্টরা। সেফেরিন ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ধারণার উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপের জন্য এটি ভালো ব্যাপার তো নয়ই, এমনকি আমাদের অঞ্চলে বাছাইয়ের জন্যও এটি ভালো কিছু হবে না। এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব ওঠার আগে আমরা এ নিয়ে কিছুই জানতাম না। আমি জানি না, এটার উৎস কী।’
ফুটবল
৬৪ দলের ফুটবল বিশ্বকাপের ভাবনা বাজে --------উয়েফা সভাপতি
উয়েফার (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) সভাপতি আলেকজেন্ডার সেফেরিন ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপে ৬৪ দলকে অন্তর্ভুক্ত করার ফিফার
Printed Edition
