বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে বাফুফের আরেক সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার বুকে ব্যথা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন ইমরুল হাসান। বর্তমানে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে তার।
বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেছেন, ‘উনার (ইমরুল হাসান) অবস্থা আগের চাইতে উন্নতির পথে। তবে ডাক্তাররা আরও কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখতে চান। হার্টের কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। বুকে ব্যাথা নিয়ে ভর্তি হলেও তার কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।’
সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফের অবস্থা ও উন্নতির দিকে রয়েছে। ইনফেকশান জনিত কারনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।