হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম’র পৃষ্ঠপোষকতায় সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইসহাক’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন। উদ্বোধনী খেলায় এনায়েতপুর ফুটবল একাডেমি চারিয়া ইয়ং স্টার ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়। অপর খেলায় ফটিকছড়ি সুয়াবিল ফুটবল একাদশকে রাউজান গহিরা টিম ওয়ারিয়াস ২-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়। উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ আব্দুল জব্বার এবং ২য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার প্রদান করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সৈয়দ মোস্তফা আলম মাসুম।