বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো। পেশাদার ফুটবলের সঙ্গে দীর্ঘ ২০ বছরে পথচলা থামিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।ভিডিও বার্তায় বিদায় নিয়ে মার্সেলো বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ হচ্ছে।তবে ফুটবলকে দেওয়ার এখনো অনেক কিছু বাকি আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।’ক্যারিয়ারের দীর্ঘ এক সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন মার্সেলো। ২০০৭ সালে রিয়ালে যোগ দিয়ে ১৫ বছর অনেক সুখকর স্মৃতি জমিয়েছেন তিনি।তাই নিজেকে মাদ্রিদিস্তা বলে সম্বোধন করে ৩৬ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘১৮ বছর বয়সের সময় আমার দরজায় কড়া নেড়েছিল রিয়াল মাদ্রিদ। পরে সেখানে পাড়ি জমাই। তাই এখন গর্ব ভরে বলতে পারি, আমি সত্যিকারের মাদ্রিদিস্তা।’ ২০০৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মার্সেলো। স্বদেশি ক্লাবের হয়ে দুই বছর খেলার পর মাদ্রিদে নাম লেখান। রিয়ালে এরপর একের পর এক গল্প থরে থরে সাজান তিনি।