আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল যুক্তরাষ্ট্রের মায়ামিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তিনি দগ্ধ হন এবং তার মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙ্গে যায়। এ কারণে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় তার বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি। খবর আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিনের। আর্জেন্টাইন সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো প্রথমে একটি অনুষ্ঠানে এ তথ্য জানান। পরে বিষয়টি নিশ্চিত করেন মারিয়া সোল ও লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি। পরিবার সূত্রে জানা গেছে, মারিয়া সোল বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও দীর্ঘ পুনর্বাসনে থাকতে হবে তাকে। জানা গেছে, মারিয়া সোলের বিয়ে ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরের সান্তা ফেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ছুটির সময় পরিবারের সঙ্গে থাকতে তিনি ইতোমধ্যে রোসারিওতে অবস্থান করছেন। সেলিয়া কুচিত্তিনি সাংবাদিকদের জানান, গাড়ি চালানোর সময় মারিয়া সোল হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার গাড়ি একটি দেয়ালে ধাক্কা খায়। দুর্ঘটনায় তার কবজিতে দগ্ধের চিহ্ন, মেরুদণ্ডের দুটি কশেরুকায় ভাঙন এবং পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে। লিওনেল মেসির ছোট বোন মারিয়া সোল দীর্ঘ ১২ বছরের প্রেমিক জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করছেন। তুলি বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। মারিয়া সোল ও তুলির প্রেমের শুরু রোসারিওর দক্ষিণাঞ্চলের লা বাজাদা এলাকায়, তারা দু’জনই যখন কিশোর ছিলেন। ছোটবেলা থেকেই পারিবারিক অনুষ্ঠান ও জীবনের নানা মুহূর্ত একসঙ্গে দেখা গেছে। তুলির সঙ্গে মেসি পরিবারের সম্পর্কও দীর্ঘদিনের। কৈশোরে তিনি পাড়ার ক্লাবে ‘বড়ভাই’ মেসিদের সঙ্গে ফুটবল খেলেছেন। ২০১৭ সালের ৩০ জুন লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়েতেও উপস্থিত ছিলেন তিনি।