এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল । তবে এই সুন্দর ভেন্যুতে বাংলাদেশের ফুটবলাররা যে খুব সাচ্ছন্দ্যে খেলতে পারবনা তা অনেকটাই অনুমান করা যাচ্ছে। হামজাদের জন্য বাড়তি চাপ থাকবে স্বাগতিক সমর্থকরা ও। বাছাইপর্বের ম্যাচটি সামনে রেখে দেড় ঘণ্টার মধ্যে ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। তার চেয়েও বড় চ্যালেঞ্জ- এই মাঠে ছাদ ঢাকার ব্যবস্থা আছে। কাই তাক স্পোর্টস পার্কে স্টেডিয়ামের পুরোটাই ছাদে ঢাকা। ফলে স্বাগতিক দর্শকদের গর্জন ও উৎসাহ বাড়তি চাপ তৈরি করে প্রতিপক্ষের জন্য। আর বাংলাদেশ এ ধরনের স্টেডিয়ামে খেলে অভ্যস্ত নয়। তপু বর্মণ অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তিত না, ‘জানি এই ম্যাচের টিকিট দেড়-দুই ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এটা আসলে আমাদের জন্য ভালো ব্যাপার বলে মনে করি। ওদের দর্শক যেমন থাকবে, আমাদের বাঙ্গালি ভাইয়েরাও থাকবে।’ গত ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। বাছাইপর্বে প্রথম তিন ম্যাচ খেলে সম্বল মাত্র ১ পয়েন্ট। গ্রুপে অবস্থানও সবচেয়ে তলানিতে। তাই এশিয়ান কাপের মূলপর্বে ওঠা হামজাদের জন্য অনেক কঠিন। এই সমীকরণে দাঁড়িয়ে হংকংয়ের পরিবেশ আকৃষ্ট করেছে হাভিয়ের কাবরেরাকে, ‘খুবই রোমাঞ্চকর পরিবেশ। বাংলাদেশে ম্যাচটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা এই পরিবেশের সঙ্গে বেশ পরিচিত, হংকংয়ের এমন একটি সুন্দর ভেন্যুতে উন্মুখ হয়ে আছি অ্যাওয়ে ম্যাচ খেলতে।’ সাধারণত ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে সফরকারী দলকে আতিথেয়তা দেয় স্বাগতিক দল। কিন্তু আগেভাগে যাওয়ায় বাংলাদেশ পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘এখানে আসার পর থেকে ওদের যে সুযোগ-সুবিধা পাচ্ছি, এগুলো আসলে স্বাগতিক দল একটা মনস্তাত্ত্বিক খেলা খেলতে চায়। আমরা এখনো সেভাবে পেশাদার হতে পারিনি।’
ফুটবল
হংকং চায়নায় বাংলাদেশ দলের অনুশীলন
স্বাগতিক দল একটা মনস্তাত্ত্বিক খেলা খেলতে চাচ্ছে - আমের খান
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল । তবে এই সুন্দর ভেন্যুতে বাংলাদেশের ফুটবলাররা যে খুব সাচ্ছন্দ্যে খেলতে পারবনা তা অনেকটাই অনুমান করা যাচ্ছে। হামজাদের জন্য বাড়তি চাপ থাকবে স্বাগতিক সমর্থকরা ও।