আন্তর্জাতিক ম্যাচে বিলম্বে মাঠে নামায় আর্থিক জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। গত ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর এই জয়ে আনন্দে ভাসে দেশের ফুটবল অঙ্গন। তবে একমাস পর সেই ম্যাচকে কেন্দ্র করেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠে দেরিতে নামার কারণে বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল নির্ধারিত সময়ের এক মিনিট ৪৩ সেকেন্ড পরে মাঠে নামে। যা এএফসির কম্পিটিশন ম্যানুয়ালের ২.২ ধারা ভঙ্গের শামিল। এ কারণেই এএফসির ডিসিপ্লিনারি কমিটি এই জরিমানা আরোপ করেছে। এএফসির সিদ্ধান্ত অনুযায়ী, বাফুফেকে আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। গত পরশু অনুষ্ঠিত এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও বিলম্বে মাঠে নামার কারণে জরিমানা গুণতে হয়েছিল বাফুফেকে। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশ দল দেরিতে মাঠে নামায় ১ হাজার ৫০০ ডলার জরিমানা করেছিল এএফসি।