যখনই মনে হচ্ছিল নেইমার নিজের চেনা ছন্দে ফিরছেন, ঠিক তখনই আবারও আঘাত হানল দুর্ভাগ্য। ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার বর্তমান ক্লাব সান্তোস নিশ্চিত করেছে যে, পোর্তো অ্যালেগ্রির বিপক্ষে রেলিগেশন এড়ানোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। মিরাসোলের বিপক্ষে গত ম্যাচটি নেইমারের জন্য ছিল এক নাটকীয় অভিজ্ঞতার নাম। সেই ম্যাচে গোল করে প্রথমে দলের নায়ক বনে গিয়েছিলেন, কিন্তু পরে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে বনে যান খলনায়ক। ওই ম্যাচেই বাম হাঁটুতে নতুন করে চোট পান তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই বছর আগে যেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল, সেখানেই আবার সমস্যা অনুভব করছেন এই ফরোয়ার্ড। তাই মৌসুমজুড়ে তাকে পর্যবেক্ষণে রাখা ক্লাবের মেডিকেল টিম এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না।সান্তোসে ফিরে আসার পর থেকে এখনো নিজের সেরাটা দিতে পারেননি নেইমার।
ফুটবল
ছন্দে ফেরার আগেই ফের ইনজুরিতে নেইমার
যখনই মনে হচ্ছিল নেইমার নিজের চেনা ছন্দে ফিরছেন, ঠিক তখনই আবারও আঘাত হানল দুর্ভাগ্য। ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার বর্তমান ক্লাব সান্তোস নিশ্চিত করেছে যে,