চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় ইসলামনগর ইয়ং ফাইটারসকে ৩-১ গোলে হারায় বানিয়ারকুম ইয়ং স্টার ক্লাব। কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু নাঈমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলী। প্রধান মেহমান ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া। উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম। এসময় স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ তারেক।