=চকরিয়ার ফাঁসিয়াখালী ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিআইসিএস স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার হাঁসেরদীঘি ক্লিনিক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে দক্ষিণ ঘুনিয়া ফুটবল একাদশকে হারিয়ে রাজারবিল নোয়াপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিজবাহুল করিম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা। এসময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সেক্রেটারি আতিকুর রহমান, জামায়াত নেতা মাস্টার এনামুল হক, এইচ.এম এরশাদ ও শ্রমিক নেতা আজিজ আল হাফিজসহ স্থানীয় জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।
ফুটবল
বিআইসিএস স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
চকরিয়ার ফাঁসিয়াখালী ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিআইসিএস স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার হাঁসেরদীঘি ক্লিনিক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে দক্ষিণ ঘুনিয়া ফুটবল