গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কায়রাত আলমাটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৫-০ ব্যবধানে জিতেছে। দলের আক্রমণের নেতৃত্বে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি পেনাল্টি ও দু’টি চমকপ্রদ ফিনিশিংয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
মাদ্রিদের ডার্বিতে আটলেটিকো থেকে ৫-২ ব্যবধানে হেরে মান-সম্মান ফেরানোর লড়াই হিসেবে এই ম্যাচটি রিয়ালের জন্য বিশেষ গুরুত্ব বহন করছিল। শুরুতে কোচ জাবি আলোনসো কিছু পরিবর্তন আনা সত্ত্বেও আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভরসা রেখেছিলেন এমবাপ্পেকেই।
প্রথম গোল আসে ২৫ মিনিটে, যখন কায়রাতের গোলরক্ষকের ভুল এবং সতীর্থের ফাউল থেকে পেনাল্টি কিক নিয়েছেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৩ মিনিটে রদ্রিগো ও গুলারের সহযোগিতায় তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। এটি চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে তার ১৫তম গোল।
শেষের দিকে আরও দুই গোল আসে। ৮৩ মিনিটে বদলি কামাভিঙ্গার হেডে গোল করেন এবং যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজ দলের জয়ের ব্যবধান নিশ্চিত করেন।
রিয়াল মাদ্রিদ এই জয়ে ইউরোপীয় মঞ্চে দুর্দান্ত ফুটবল উপস্থাপন করেছে, আর এমবাপ্পে ছিলেন সেই জয়ী প্রদর্শনের মূল কেন্দ্রবিন্দু।