সৌদি কিংস কাপে দুই তারকা ফুটবলার কারিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতীক্ষিত লড়াই শেষ হয়েছে ফরাসি স্ট্রাইকারের জয়ে। কোচ সার্জিও কনসেইসাওয়ের নেতৃত্বে আল ইত্তিহাদ ১০ জনের দল নিয়েও ২–১ ব্যবধানে হারিয়েছে আল নাসরকে, ফলে রোনালদোর দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

মৌসুমের শুরুটা দুর্বল হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ছন্দে ফিরলেন বেনজেমা। প্রথমার্ধেই গোল করে আল ইত্তিহাদকে এগিয়ে নেন তিনি। সেই গোলে আত্মবিশ্বাস ফিরে পায় গত আসরের চ্যাম্পিয়নরা এবং খেলার নিয়ন্ত্রণও ধরে রাখে।

তবে আধঘণ্টা পরই সমতায় ফেরে আল নাসর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো রিবাউন্ড থেকে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে পান। কিন্তু দ্বিতীয়ার্ধে আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ারের নিখুঁত শটে আবারও লিড নেয় আল ইত্তিহাদ। এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

পুরো ম্যাচে রোনালদোর আল নাসর ২২টি শট নেয়, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। কিন্তু আল ইত্তিহাদের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় তারা আর জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে আল ইত্তিহাদ।

ম্যাচের শেষদিকে স্পষ্ট হতাশ দেখা যায় রোনালদোকে। এতে সৌদি আরবে আরেকটি শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো পর্তুগিজ তারকার। যদিও লিগে এখনো শীর্ষে রয়েছে তার দল, টানা ছয় ম্যাচে জয়ের ধারায়।

অন্যদিকে, এই জয়ের সুবাদে আল ইত্তিহাদ জায়গা করে নিয়েছে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে। লিগে সপ্তম স্থানে থাকা দলটির জন্য এই জয় আত্মবিশ্বাস ফেরানোর বড় প্রেরণা হয়ে উঠতে পারে।