২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাস বাকি। তবে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের হাতে এতটা সময় নেই। কোচ কার্লো আনচেলত্তি ধারণা করছেন, মার্চের দুটি প্রীতি ম্যাচের পরই তিনি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড তৈরি করবেন। ফলে নেইমারকে দেওয়া ছয় মাসের সময়সীমা আরও কমে আসতে পারে। কোচের কথায় নেইমারকে নিয়ে প্রত্যাশা ও অনিশ্চয়তা দুটোই ফুটে উঠেছে।
গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র। আজ (রোববার) রাতে দিন, তারিখ, সময় ও ভেন্যু ঘোষণা করবে ফিফা। ড্রতে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ড্র শেষে নিজের দল ও নেইমার প্রসঙ্গে কথা বলেন সেলেসাও কোচ আনচেলত্তি।
তিনি বলেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকার যোগ্যতা প্রমাণ করতে পারে এবং শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে, তবে সে অবশ্যই বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। নেইমারকে যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি অন্য সবাইকেও। আমাদের নেইমারকে নিয়ে এবং নেইমার ছাড়া—দুটি পরিস্থিতিই বিবেচনায় রাখতে হবে। মার্চের ফিফা ম্যাচডে শেষে আমরা চূড়ান্ত তালিকা তৈরি করব।’
২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। এখনো সান্তোসের হয়ে খেলছেন চোট নিয়েই। চিকিৎসকরা তার হাঁটুতে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও তিনি সেই পরামর্শ উপেক্ষা করে দলকে অবনমন থেকে বাঁচাতে মাঠে নেমেছেন। পরপর দুই ম্যাচে খেলেছেন এবং সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। সামনে সান্তোসের আরেকটি ম্যাচ আছে, তাতেও নেমে পড়তে পারেন তিনি।
২০১৪ বিশ্বকাপ থেকে ব্রাজিল দলের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়ে আসছেন নেইমার। তবে আনচেলত্তি ব্যক্তিগত তারকা নির্ভরতার চেয়ে দলগত শক্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের আছে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, দক্ষ মিডফিল্ডার এবং মানসম্পন্ন ফরোয়ার্ড। আমার এমন খেলোয়াড় দরকার, যারা ব্যক্তি অর্জনের চেয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যকে বড় করে দেখবে।’
গ্রুপপর্বের ড্র নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। বিশ্বকাপে ব্রাজিল নিয়ে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিন ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং সেজন্য সবচেয়ে শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে আপনাকে।’