ব্রায়ান এমবুমোকে পেতে কিছুদিন আগে অর্থের অঙ্কটা বাড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার তাতে সায় দিয়েছে আরেক ইংলিশ ক্লাব বেন্টফোর্ড। পাঁচ বছরের চুক্তিতে ক্যামেরুনের এই ফরোয়ার্ড এখন রেড ডেভিলদের খেলোয়াড়। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ৬ কোটি পাউন্ডে এই চুক্তি সম্পন্ন করেছে ইংলিশ জায়ান্টরা। মূল অঙ্কের সঙ্গে আনুষাঙ্গিক ৬০ লাখ পাউন্ড খরচ করতে হবে ইউনাইটেডকে।শেষ কিছুদিনে এমবুমো আর ইউনাইটেডের চুক্তির নানা খবর উঠে আসে সংবাদমাধ্যমগুলোতে। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় এই দলদবদলের খবর। বিবিসি জানিয়েছে, মূল সময়সীমা ছয় বছরের সঙ্গে চাইলে আরও এক বছর বাড়িয়েও নিতে পারবে ইউনাইটেড। চুক্তির আনুষ্ঠানিকতা শেষে এমবুমো জানিয়েছেন, শৈশব থেকেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে হৃদয়ে ধারণ করেছেন। তিনি বলেন, ‘যখনই জানতে পারি যে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার হাতছানি রয়েছে, স্বপ্নের ক্লাবে যোগ দেয়ার সুযোগটি আমাকে নিতেই হতো। এই ক্লাবের জার্সি গায়ে দিয়েই আমি বেড়ে উঠেছি।’ এমবুমো আরও বলেন, ‘আমার সবসময়ের মানসিকতাই হলো আগের দিনের চেয়ে আরও উন্নতি করা। আমি জানি, উচ্চতা স্পর্শ করার তাড়না, রুবেন আমোরিমের (কোচ) থেকে শেখা এবং বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে খেলার মানসিকতা আমার আছে।’২৫ বছর বয়সী এমবুমোর বাবা ক্যামেরুনের ও মা ফ্রান্সের নাগরিক। ফ্রান্সে জন্ম নিলেও তিনি খেলেন ক্যামেরুনের জাতীয় দলেই। এর আগে বয়সভিত্তিক ফুটবলে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেন তিনি। পরে জাতীয় দল হিসেবে বেছে নেন বাবার দেশকেই। ফ্রান্সের বিভিন্ন একাডেমির হয়ে খেলার পর ১৪ বছর বয়সে স্থানীয় ক্লাব তোয়াহর একাডেমিতে যোগদান করেন এমবুমো। পরে ক্লাবটির মূল দলের হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। ২০১৯-এ সেখান থেকেই দলবদলের রেকর্ড ফ্রি গড়ে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে আসেন এমবুমো। প্রথম মৌসুমেই ইংলিশ ক্লাবটির হয়ে দ্যুতি ছড়ান এই রাইট উইঙ্গার, করেন লীগের চতুর্থ সর্বোচ্চ ২০ গোল। এরপর থেকেই বড় ক্লাবগুলোর নজরে চলে আসেন এমবুমো। সংবাদমাধ্যমগুলো জানায়, তাকে পেতে উঠে পড়ে লাগে নিউক্যাসেল ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল ও চেলসির মতো ক্লাব।ইন্টারনেট।