বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিরুল। সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগের পর গত ১০ এপ্রিল এই দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে বাফুফের ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন আমিরুল। তবে আগামী তিন মাস বাফুফের সঙ্গে থাকবেন সরফরাজ। এই সময়ে তিনি নতুন প্রধান অর্থ কর্মকর্তাকে সবকিছু বুঝিয়ে দিবেন। বাফুফে, ফিফা থেকে প্রাপ্ত অর্থ, এএফসি ও সাফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলি দেখভাল করবেন আমিরুল। ২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপর বাফুফে আর্থিক বিষয়াদি নিয়ে একটি তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটির কাজের মধ্যেই জুন-জুলাই মাসে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। এর কয়েক মাস পরই সরফরাজ হাসানকে কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে তার কাজেও কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন তিনি। এমনটাই ধারণা বাফুফে সংশ্লিষ্টদের।
ফুটবল
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পেলেন আমিরুল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিরুল। সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগের পর গত ১০ এপ্রিল এই দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে বাফুফের ফাইন্যান্স বিভাগে কর্মরত