সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ ফুটবল দল। গত ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে টানটান উত্তেজনার রেণু ছড়িয়ে ভারত-বাংলাদেশের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। একের পর এক আক্রমণে গোল করতে না পেরে পয়েন্ট ভাগাভাগির হতাশা নিয়ে শিলং থেকে দেশে ফেরে বাংলাদেশ। তবে হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র‌্যাঙ্কিংয়েও সেই স্বীকৃতি মিললো।

বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবল সংস্থা (ফিফা)। দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসছে হাভিয়ের কাবরেরার দল। ২০২৪-এর ফেব্রুয়ারির পর র‌্যাঙ্কিংয়ে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বরে ভারত। শীর্ষে যথারীতি আর্জেন্টিনা। আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিং।

২০২৩-এর অক্টোবরে ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দেয় বাংলাদেশ। সেই সময় এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় টাইগার ফুটবলাররা। এরপর টানা ৫ মাস অপরিবর্তিত থেকে পিছিয়ে পড়েছিল লাল-সবুজের দলটি। গত বছরের এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮ বার বিশ্ব র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এ সময়ের মধ্যে ১৮৪ আর ১৮৫ এর মধ্যেই আটকে ছিল বাংলাদেশ। গত ২৫শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরির অভিষেক ম্যাচের পর তাই উন্নতি হলো দলের র‌্যাঙ্কিংয়ে। ভারত বাংলাদেশের তুলনায় র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকায় এবং অ্যাওয়ে ম্যাচের এক পয়েন্ট এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। সর্বশেষ এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। দলের বর্তমান মোট পয়েন্ট ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে ঠিক উপরেই ভুটান।

উল্লেখ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের এখন পর্যন্ত সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে এমন শক্ত জায়গায় ছিল বাংলাদেশ। পরে নিয়মিত বিরতিতে মাঠের পারফরমেন্স খারাপের দিকে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ের ছকটাও ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকে। ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭ নম্বর অবস্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে হামজাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বও অবস্থানে নেমে এসেছে ভারত। আগামী ১০ই জুন এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সিঙ্গাপুরও সর্বশেষ এই র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১৬১ নম্বরে অবস্থান করছে।

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অবস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিছুদিন আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট বেড়েছে ১৮.৯১। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অপরিবর্তিত রয়েছে চার ও পাঁচে থাকা ইংল্যান্ড ও ব্রাজিল। সর্বশেষ এই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মায়ানমার। ৭ ধাপ এগিয়ে ১৬২ নম্বরে উঠে এসেছে পার্শ্ববর্তী দেশটি।