প্রীতি ম্যাচে হংকং-এর সাথে ড্র হওয়ায় এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জামাল ভূঁইয়াদের। আগামী নভেম্বরে ঢাকায় সি গ্রুপের অন্য ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সেই ম্যাচে কার্ড সমস্যায় লাল সবুজ জার্সীতে খেলা হচ্ছে না প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামের।

বাছাইয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে মোট ৯টি হলুদ কার্ড দেখেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। ম্যাচ প্রতি হিসাব করলে হলুদ কার্ডের সংখ্যা দাঁড়ায় দুইয়ের বেশি। এরই মাঝে বড় দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের দল। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বাইলজ অনুযায়ী, এশিয়ান কাপ বাছাইয়ে কোনো ফুটবলার দু’টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ খেলার জন্য অযোগ্য থাকবেন। দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবেন না প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। গত ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন। মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখেন তিনি। এতে ঢাকায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলা হবে না ফাহমিদুলের।

গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হৃদয় ও মজবিুর রহমান জনি হলুদ কার্ড দেখেছিলেন। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সর্বাধিক চারটি কার্ড দেখে বাংলাদেশ। দুই ডিফেন্ডার শাকিল আহাদ তপু, তপু বর্মণের পাশাপাশি দুই ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন।