সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসতে যাচ্ছে ঢাকায়। বসুন্ধরা কিংস অ্যারেনাতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১১-২২ জুলাই। শুরুতে পাঁচটি দেশের এতে অংশ নেয়ার কথা থাকলেও পরবর্তীতে ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে ভারত প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টটি এখন অনুষ্ঠিত হবে চারটি দল নিয়ে। যেখানে শিরোপার জন্য লড়বে নেপাল, শ্রীলঙ্কা ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। সাফ ফেডারেশন সূত্রে এমন তথ্য জানা গেছে। ভারতীয় নারী দল বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। সাফ সূত্র জানিয়েছে, ভারতের না খেলার কারণ কী, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তারা। ভারত সরে যাওয়ায় টুর্নামেন্টের ফরম্যাটেও বদল এসেছে। এখন চার দল একে অন্যের সঙ্গে দুইবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দল জিতবে শিরোপা।৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে ফুটবল ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে হলেও আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়াম সংস্কারাধীন থাকায় গত বছর তিনেক বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ বসুন্ধরা কিংসের ভেন্যু কিংস অ্যারেনায় হয়েছে। বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সাফ অ-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এজন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে।’ বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানও কিংস অ্যারেনায় নারী ফুটবলের বয়সভিত্তিক টুর্নামেন্টের ভেন্যু হিসেবে কিংস অ্যারেনার বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী হোম ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। বাফুফের পরিকল্পনা ছিল হংকং ম্যাচটি চট্টগ্রামে আয়োজন করার। তবে নিরাপত্তা, টিকিট বিক্রি ও নানা বিষয় বিবেচনা করে সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামেই করতে চায় বাফুফে। বিদেশি বিশেষজ্ঞ এনে ঘাসের কাজ করাতে ২-৩ মাস সময় প্রয়োজন। তাই জুলাইয়ে নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় করবে বাফুফে।