ফিফা ক্লাব বিশ্বকাপে ১০ জনের দল নিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা। রবিবার রাতে উত্তপ্ত আবহাওয়ার মধ্যে হওয়া এই ম্যাচে প্রথমার্ধেই জুড বেলিংহাম ও আর্দা গুলের গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দের চমৎকার স্লাইডিং ভলিতে করা গোলে নিশ্চিত হয় জয়। ম্যাচের সপ্তম মিনিটেই রাউল অ্যাসেনসিও লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। সলোমন রন্ডনকে ফাউল করে সরাসরি লাল কার্ড পান তিনি। কিন্তু সংখ্যাগত ঘাটতি কাটিয়ে ওঠে দক্ষ পাসিং, গতি এবং আক্রমণে ধার বাড়িয়ে। প্রথম গোলটি আসে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পা থেকে। ৩৫ মিনিটে চমৎকার একটি থ্রু পাস পেয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এর ৮ মিনিট পরই স্কোরবোর্ডে নাম লেখান তরুণ তারকা আর্দা গুলের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গঞ্জালো গার্সিয়ার চতুর লে-অফে বল পেয়ে গোলটি করেন এই তুর্কি মিডফিল্ডার। এই জয়ে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে গেলো তারা। এখন শেষ ষোলোতে উঠতে হলে বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে জয় বা ড্র-ই যথেষ্ট। অন্যদিকে এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে পাচুকা।আল হিলালের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করায় চাপের মুখে ছিল রিয়াল।
ফুটবল
ক্লাব বিশ্বকাপ ফুটবল
১০ জনের রিয়ালের দুর্দান্ত জয়
ফিফা ক্লাব বিশ্বকাপে ১০ জনের দল নিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা। রবিবার রাতে উত্তপ্ত আবহাওয়ার মধ্যে হওয়া এই ম্যাচে প্রথমার্ধেই জুড বেলিংহাম ও আর্দা গুলের গোল করে এগিয়ে দেন দলকে