প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে এ মাস থেকে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম মেয়েদের ফুটবল লিগ নিয়ে এ তথ্য জানিয়েছেন। এশিয়ান কাপের আগে নারী দলের প্রস্তুতি বেগবান করতে এবং খেলোয়াড়দের নিয়মিত খেলায় রাখতে বিশেষ এই উদ্যোগ বাফুফের। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি পরিকল্পনার অংশ। বাফুফে যার নাম দিয়েছে ‘মিশন অস্ট্রেলিয়া’। সংবাদমাধ্যমে ফাহাদ করিম জানান, ‘আপনারা জানেন যে, মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতির জন্য হেডকোচ পিটার বাটলার বলেছেন শীতের সময় যেটা ডিসেম্বর জানুয়ারি মাস। এ সময় আমাদের একটা লিগ আয়োজন করতে। এখানে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে পর্যাপ্ত সময় দেয়া এবং একই সাথে শারীরিকভাবে তারা যেন ফিট রাখা।’

‘সে পরিপ্রেক্ষিতে আমাদের ওমেন্স উইং এর পক্ষ থেকে প্রথমত আমাদের বিপিএলে যেসব দল আছে তাদেরকে চিঠি দেয়া হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে। একই সাথে আগে যারা অংশগ্রহণ করেছে নারী লীগে তাদেরকেও চিঠি দিয়েছে এবং যোগাযোগ করেছে। সেখান থেকে সবমিলে আমরা প্রায় ১৪টি ক্লাবের মতো আগ্রহ দেখিয়েছে এবং তারা রেজিস্ট্রেশন কাগজপত্র জমা দিয়েছিল। গতকাল আমাদের একটি এফআইবির কমিটির মিটিং হয় যেখানে তাদের কাগজপত্র বিবেচনা করা হয়। সেখান থেকে ১০টি ক্লাবকে ছাড়পত্র দিয়েছে যে এই ১০টি ক্লাব অংশগ্রহণ করতে পারবে।’ ফাহাদ করিম আরও জানান, ‘প্রথমবারের মতো বেশ কয়েকটা সংস্থা আসছে। বিকেএসপি এবার একটা দল দিচ্ছে বিকেএসপি এফসি হিসেবে। আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো এবং আমাদের প্রিমিয়ার লিগে খেলা দল পুলিশ এফসি তারাও একটি দল দেবে বলে ইচ্ছা পোষণ করেছে।’ ‘আর্মি গতবার দল দিয়েছিল, ওরা এবারও দিয়েছে। একটি প্রাইভেট গ্রুপ কর্পোরেট হাউস প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়ার্স নামে, নাকি রাজশাহী স্টারস। বাকি যে পাঁচটা দল তারা সকলেই এর আগে দীর্ঘদিন ধরে প্রতিটি লীগেই তারা অংশগ্রহণ করে এসেছে।’