যৌন হয়রানির ফৌজদারির মামলায় ফেঁসে যেতে পারেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও এবং ক্লাবটির বয়সভিত্তিক দলের সাবেক তিন খেলোয়াড়। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ, এক নারী এবং অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌনতার ভিডিও ধারণ করে তাঁদের অনুমতি ছাড়াই তা ছড়িয়ে দিয়েছেন। ইএসপিএন জানিয়েছে, রিয়ালের বয়সভিত্তিক দলে আসেনসিওর তিন সাবেক সতীর্থ আন্দ্রেস গার্সিয়া, ফেরান রুইজ ও হুয়ান রদ্রিগেজ সেই নারী এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের যৌনতার দৃশ্য ধারণ করেন। আসেনসিও সেই ভিডিও তাঁদের কাছ থেকে চেয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের জুনে এই ঘটনা ঘটে।তদন্ত শেষে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের হাইকোর্ট গতকাল এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন। এই নির্দেশের ফলে কৌঁসুলির কার্যালয় এখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আবেদন করতে পারবে। ইন্টারনেট