বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে বসবে এই মহাযজ্ঞ। আর এরই মধ্যে ভক্তদের জন্য বড় খবর দিল ফিফা। চলতি মাস থেকেই শুরু হচ্ছে টিকিট বিক্রির বহু ধাপের প্রক্রিয়া।ফিফার ঘোষণায় বলা হয়েছে, গ্রুপপর্বের ম্যাচে এক আসনের টিকিটের দাম শুরু হবে ৬০ ডলার থেকে, আর ফাইনালের জন্য সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে ৬ হাজার ৭১০ ডলার। তবে চাহিদার ওপর ভিত্তি করে দাম ওঠানামা করবে। ভক্তরা চাইলে একক ম্যাচের টিকিট, নির্দিষ্ট ভেন্যুর টিকিট কিংবা দলভিত্তিক প্যাকেজও কিনতে পারবেন। প্রতিটি ম্যাচে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন। ভিসা কার্ডধারীরা ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে নিবন্ধন করে প্রি-সেল ড্রতে অংশ নিতে পারবেন। সেখান থেকে নির্বাচিত ভক্তরা ১ অক্টোবর থেকে টিকিট কেনার আবেদন করার সুযোগ পাবেন।পরবর্তী ধাপে ২৭-৩১ অক্টোবর নিবন্ধনের সুযোগ থাকবে, আর বিক্রি শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরুর দিকে। এরপর ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি। টুর্নামেন্ট ঘনিয়ে এলে অবশিষ্ট টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। পাশাপাশি ফিফা সমর্থকদের জন্য বিশেষ টিকিটের সুবিধাও চালু করছে, যেখানে একই দলের ভক্তরা একসঙ্গে বসতে পারবেন। নকআউট পর্বের জন্য শর্তসাপেক্ষ সমর্থক টিকিটও থাকবে। এছাড়া ভক্তদের সুবিধার্থে ফিফা একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও চালু করবে।