প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল বাছাইয়ে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি ফুটসালে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এরইমধ্যে বাংলাদেশ দল গঠনে কাজ শুরু হয়েছে। দুই দিন ব্যাপী ট্রায়াল থেকে ৫৩ জন বাছাই করা হয়েছে। আগামী সপ্তাহে ইরান থেকে কোচও আসছেন। সাইদ খোদারাহমিকে হেড কোচ করে ফুটসাল টুর্নামেন্টে যাবে বাংলাদেশ। ৫৯ বছর বয়সী সাইদের এএফসির ফুটসাল ইন্সট্রাক্টর হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ছিলেন মিয়ানমারের কোচ। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেছেন,‘ইরান থেকে কোচ নিশ্চিত হয়েছে। তিনমাসের জন্য আগামী সপ্তাহে আসছেন। এলেই তিনি ট্রায়াল থেকে খেলোয়াড় দেখে চূড়ান্ত বাছাই করবেন। আমাদের হাতে সময় কম। আমরা চাই কোচের অধীনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে। সেই চেষ্টাও চলছে।’ এদিকে আন্তর্জাতিক অঙ্গনে কখনো ফুটসাল দল অংশগ্রহণ না করায় বাফুফে ট্রায়াল আয়োজন করেছিল। রবি ও সোমবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৬৫০ জনের ট্রায়াল থেকে ৫২ জনকে প্রাথমিক বাছাই করেছেন নির্বাচকরা। সাবেক জাতীয় তারকা ফুটবলার আলফাজ আহমেদ ফুটসাল ট্রায়ালে বিচারক হিসেবে ছিলেন। তিনি ট্রায়াল প্রক্রিয়া সম্পর্কে বলেন, 'প্রায় ৬৫০ জন ট্রায়ালে অংশ নিয়েছেন। প্রত্যেকে অন্তত দশ মিনিট করে খেলার সুযোগ পেয়েছে। আমরা পঞ্চাশের বেশি খেলোয়াড় বাছাই করেছি। এর মধ্যে ৬-৭ জন গোলরক্ষক রয়েছেন।' আলফাজ আহমেদের সঙ্গে শামীম এবং রাজু আরো দুই সাবেক ফুটবলার এই ট্রায়ালে বিচারক হিসেবে ছিলেন। তাদের কর্পোরেট ফুটসাল খেলার অভিজ্ঞতা থাকায় মূলত বাফুফের ফুটসাল কমিটি তাদের বিচারক হিসেবে রেখেছে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বলেন, 'আমাদের বিদেশি কোচ ইরান থেকে আগামী সপ্তাহের মধ্যে আসছে। বাফুফে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করবে। ৫২ জনের প্রাথমিক বাছাই থেকে কয়েক দিনের মধ্যে আরেক দফা ট্রায়ালে সংখ্যাটা কমিয়ে আনা হবে। ১৯ আগস্টের মধ্যে এএফসিতে ২৪ জনের রেজিস্ট্রশন হবে। মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাই খেলতে যাবেন ১৪ জন।' ২০-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে রয়েছে সর্বাধিক বার এশিয়ান ফুটসালে চ্যাম্পিয়ন হওয়া ইরান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স আপ আগামী বছর ইন্দোনেশিয়ায় এশিয়ান কাপ ফুটসাল খেলবে। ইরান এই গ্রুপের টপ ফেভারিট। ফলে বাংলাদেশকে রানার্স আপের জন্যই মূলত লড়তে হবে।