দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে প্রথমবারের মত প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতলো দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার সাদাকালো শিবিরের খেলা ছিলনা। কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী এবং ফর্টিস এফসি মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচের ফলাফল জানার অপেক্ষায় ছিল মোহামেডান সমর্থকরা। ম্যাচটিতে ফর্টিস ক্লাবের কাছে আবাহনী হেরে গেলে উৎসবে মেতে উঠে সাদাকালো শিবিরের সমর্থকরা। মতিঝিলস্থ মোহামেডান ক্লাব চত্ত্বরে আনন্দ মিছিল নিয়ে সমর্থকরা ফুটবলারদের সঙ্গে পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দেয়। সাদা-কালোদের আঙ্গিনা বিজয়ের রঙ্গে রঙ্গিন করে তুলছিল।
২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার পর থেকে ১৮টি বছর কেটে গেছে। এই ১৮ বছরে ১৮টি শিরোপার নিষ্পত্তি হলো; কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।অবশেষে সেই খরা ঘুচলো। শনিবার কুমিল্লায় ফর্টিস এফসির কাছে ২-১ গোলে আবাহনীর হারে এবারের পেশাদার লিগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেলো মোহামেডানের।লিগের পয়েন্ট টেবিল অনুযায়ি ১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। ফর্টিস এফসির কাছে হারের ফলে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। দুই দলের মাঝে ব্যবধান ১০ পয়েন্টের। ম্যাচ বাকি আর ৩টি। এই তিন ম্যাচে আবাহনী জিতলে এবং মোহামেডান হারলেও সাদাকালোদের পেছনে ফেলা সম্ভব নয় আবাহনীর।