ফুটবল মাঠের ঘটনায় একের পর এক সিদ্ধান্ত বদলে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিনের বিপক্ষে নেয়া শৃঙ্খলামূলক সিদ্ধান্ত বারবার পরিবর্তন হওয়ায় প্রশ্ন উঠেছে ফেডারেশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে। গত ২ মে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচে ম্যাচ কমিশনারের সঙ্গে দুর্ব্যবহার এবং ধাক্কাধাক্কির অভিযোগে সাদ উদ্দিনকে প্রথমে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। দুদিনের ব্যবধানে বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সাদ উদ্দিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এতে তৈরি হয় বিভ্রান্তি। একবার ছয় ম্যাচ, আবার ছয় মাস-কোনটি সঠিক, তা বুঝতে হিমশিম খায় সংবাদমাধ্যম এবং ফুটবলপ্রেমীরা। এই পরিস্থিতিতে গতকাল আবারও পরিবর্তন আনা হয় শাস্তির মেয়াদে। বাফুফে সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ডিসিপ্লিনারি কমিটির একটি ভার্চুয়াল (জুম) বৈঠকে সাদ উদ্দিনের শাস্তির বিষয়ে পুনর্বিবেচনা করা হয়েছে। সেখানে জানানো হয়, ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার অভিযোগটি শৃঙ্খলাবিধির ৪৫(১) (সি) ধারার মধ্যে পড়ে না। বরং এটি ৪৫(১) (বি) ধারার অন্তর্ভুক্ত। সে হিসেবে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা না দিয়ে সর্বোচ্চ চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া যায়। এই যুক্তি মেনে নতুন করে সিদ্ধান্ত দেয় ডিসিপ্লিনারি কমিটি। সাদ উদ্দিনকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগের ছয় ম্যাচ বা ছয় মাসের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সংশোধন করা হয়।