বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রেখেছেন। পরবর্তী ২৪ ঘণ্টা তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এ বিষয়ে ইমরুল হাসানের ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, ‘স্যার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ইমরুল হাসান। ২০১৩ সাল থেকে তিনি বসুন্ধরা কিংসের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
ফুটবল
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ইমরুল হাসান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Printed Edition
