সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ দলের মেয়েরা জয়ের ধারা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের দলটি। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযুক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিকরা। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে। ভুটানের বিপক্ষে আগের ম্যাচেই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন, এই দলের বিপক্ষে দ্বিতীয় দেখায় আরও পরীক্ষা নিরীক্ষা চালালেন বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার। সেই দল শুরু থেকে পেল না ছন্দ, অগত্যা দলের অন্যতম সেরা অস্ত্র স্বপ্নাকে নামাতে হলো ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই। আর তাতেই বদলে গেল চিত্র, খেলায় গতি পেল লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধের আধিপত্য বিস্তার করে খেলায় ভুটানকে সহজেই হারাল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাতœক।