DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

বিপুল উৎসাহে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গডার লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী তারুণ্যের উৎসব শেষ হচ্ছে আজ বুধবার।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গডার লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী তারুণ্যের উৎসব শেষ হচ্ছে আজ বুধবার। গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওযা ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ এই প্রতিপাদ্যকে ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপিত হয় এই উৎসব। সারাদেশে গ্রাম থেকে শহর, প্রান্তিক ও অনগ্রসর হতে অগ্রসর সকল এলাকায সকল শ্রেণি- পেশার তরুণ-যুবদের প্রত্যক্ষ অংশগ্রণে উদ্যাপিত হয এই তারুণ্যের উৎসব। স্থানীয পর্যায়ে বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগে প্রতিদিন তারুণ্যের উৎসবের শত শত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কমপক্ষে ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন নারী, ৪৪ লাখ ২৪ হাজার ৩০২ জন পুরুষ সহ মোট ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ-যুবক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। মোট ১৩ হাজার ৭১১টি ইভেন্টের মধ্যে শুধু নারীদের ক্রীড়া ও সংস্কৃতি ইভেন্ট ছিল দুই হাজার ৯৩১টি।

ক্রীডা পরিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ক্রীডা অফিস সারা দেশব্যাপী ইউনিযন পর্যায হতে শুরু করে, উপজেলা, জেলা, বিভাগীয পর্যায়ে আয়োজন করে অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট। এসব আয়োজনের মধ্যে ছিল মেয়েদের ৮৫৫ ম্যাচ যাতে কমপক্ষে ২৫ হাজার ৬০০ মেয়ে অংশ গ্রহণ করেছে। বিপিএল চলাকালে বিসিবি বিভিন্ন ভেন্যুতে শূন্য বর্জ্য ক্যাম্পেইন চালায, যা এ বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা বাডয।এই উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন কওে বিভিন্ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিযার লীগ, ৩টি ভেন্যুতে বিপিএল মিউজিক ফেস্ট, ৩৫০টি স্কুলের অংশগ্রহণে জাতীয স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ৫৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি।