ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্মরণীয় জয়ের ম্যাচে অনাকাক্সিক্ষত এক ঘটনায় শাস্তি পেয়েছে গ্রিমসবি টাউন। অযোগ্য খেলোয়াড় মাঠে নামানোয় চতুর্থ স্তরের ক্লাবটিকে দিতে হবে ২০ হাজার পাউন্ড জরিমানা।গত সপ্তাহে রোমাঞ্চে ঠাসা ম্যাচে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ইউনাইটেডকে লিগ কাপ থেকে বিদায় করে চমক দেখায় গ্রিমসবি। তবে মঙ্গলবার ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) জানায়, দলটিতে নতুন যোগ দেয়া মিডফিল্ডার ক্লার্ক ওডোর নিবন্ধন সময়সীমার এক মিনিট পর সম্পন্ন হওয়ায় নিয়ম ভঙ্গ হয়েছে। এজন্যই তাদেরকে জরিমানা করা হয়েছে। আগের দিন ব্র্যাডফোর্ড সিটি থেকে ধারে আসা এই খেলোয়াড়কে ক্লাবটি নিবন্ধন করায় দুপুর ১২টা ০১ মিনিটে, কিন্তু শেষ সময় ছিল ঠিক ১২টা। অপ্রত্যাশিত এই ভুলের বিষয়ে গ্রিমসবিই ইএফএলকে জানায়। কম্পিউটার সমস্যার কারণে নিবন্ধন এক মিনিট দেরিতে জমা পড়ে, যা ওই সময়ই বোঝা যায়নি। আমরা জরিমানা মেনে নিচ্ছি এবং প্রতিযোগিতার নিয়ম মেনে চলার গুরুত্ব বুঝতে পারছি। ইএফএলের সিদ্ধান্ত অনুযায়ী, এখনই ক্লাবকে ১০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে। বাকি ১০ হাজার স্থগিত থাকবে মৌসুমের শেষ পর্যন্ত। লিগ কাপের তৃতীয় রাউন্ডে গ্রিমসবি মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ওয়েন্সডের। ইন্টারনেট।