বিশ্বকাপের আগে ব্রাজিল দলের সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার জুনিয়রকে নিয়ে ।সেলেসাওদের কোচ কার্লো আনচেলোত্তি আগেই স্পষ্ট করে দেন যে, এখনই সব শেষ হয়ে যায়নি। এবার তিনি সরাসরিই বললেন যে, নেইমারের হাতে স্রেফ ৬ মাস সময় আছে নিজেকে প্রমাণ করার। এখন সবকিছুই নির্ভর করছে নেইমারের মাঠের খেলার ওপর। তবে জাতীয় দলে ফেরাটা এ তারকা ফুটবলারের জন্য সহজ হবে না। কেননা, আনচেলোত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরণের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল দল। গত মে তে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্বে এসে সব খেলোয়াড়কে কমবেশি বাজিয়ে দেখছেন আনচেলোত্তি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলোয়াড়দের রোটেশন করে অনেকটাই দল গুছিয়ে নিয়েছেন এ ইতালিয়ান অভিজ্ঞ কোচ। তিউনিসিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই উঠে আসে নেইমার প্রসঙ্গে। সেলেসাও তারকা ফরোয়ার্ডের বিষয়ে আনচেলোত্তি বলেন, ‘বিশ্বকাপে যেতে পারে, এমন খেলোয়াড়দের তালিকায় নেইমার আছে। নেইমার এখন সুস্থও। তাকে মাঠে পারফর্মেন্স দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।’ ছয় মাসের সময় উল্লেখ করে ব্রাজিল বস বলেন, ‘চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে আমাদের হাতে ছয় মাস সময় আছে। দলে পরিবর্তন আনা প্রয়োজন কি না, সেটি জানতে আমরা নেইমারসহ সবাইকে পর্যবেক্ষণ করব। বিশ্বকাপের সময় দলটি যাতে সেরা অবস্থায় থাকে, আমরা সে চেষ্টাই করছি, আমরা সঠিক পথে এগোচ্ছি। মার্চ পর্যন্ত আমি খেলোয়াড় বদলাতে পারব।’ মূলত একের পর এক চোটের থাবায় স্বস্তি পাননি নেইমার। সে কারণে সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল থেকে ফ্রি ট্রান্সফার হিসেবে চলতি বছরের শুরুতে সান্তোসে ফিরে যান তিনি। শৈশবের ক্লাবটিতেও চোটের কারণে অনেকগুলো ম্যাচে নেইমারকে থাকতে হয় দর্শক হয়েই। ইন্টারনেট