২০২৫ সালের ক্লাব বিশ্বকাপকে ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য দুইটি বিশেষ ট্রান্সফার উইন্ডো ঘোষণা করেছে সংস্থাটি। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “ফিফার এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০টি সদস্য দেশের সব ক্লাবের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি ব্যতিক্রমী নিবন্ধন উইন্ডো খোলা থাকবে। এর মাধ্যমে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে।” এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন চুক্তিভিত্তিক খেলোয়াড়দের দ্রুত দলে টানতে পারবে এবং পূর্ণ শক্তির দল গঠন করতে পারবে।