প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলায় সেমিফাইনালে উঠেছে আটটি দল। বালিকা চারটি, বালক চারটি দল। বালিকা বিভাগের দলগুলো হলো-ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয, পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়ি জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় । বালক বিভাগের দলগুলো হলো-খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় । প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে। ২৪ ও ২৫ ফেব্রুুয়ারি সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফুটবল
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল
২৪ ও ২৫ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলায় সেমিফাইনালে উঠেছে আটটি দল। বালিকা চারটি, বালক চারটি দল।