দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বাকি ১৩ মাস। এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নিতে হবে লিওনেল স্কালোনির দলকে। পাশাপাশি দলের শক্তি-দুর্বলতা চিহ্নিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্যও এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে এই ম্যাচগুলোর থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা।বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আর্জেন্টিনা তেমনই দুটি ম্যাচ খেলবে আগামী মাসে। আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। গত বৃহস্পাডিবার এ ম্যাচগুলোর জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে সবচেয়ে বড় খবর চোট কাটিয়ে লিওনেল মেসির স্কোয়াডে ফেরা। এর আগে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি চোটের কারণে মিস করেছিলেন তিনি। ফলে ফিট মেসিকে দলে পাওয়া নিশ্চিতভাবে আর্জেন্টিনার জন্য বড় সুখবর। মেসি অবশ্য আর্জেন্টিনা দলের ম্যাচ খেলেই ইন্টার মায়ামিতে ফিরবেন। ১৫ জুন দলটি ক্লাব বিশ্বকাপে আল আহলির বিপক্ষে মাঠে নামবে। শুধু মেসিই নন, স্কোয়াডে ফিরেছেন ২০ বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গারনাচো এবং ভ্যালেন্টিন ভারকোও। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। অন্য দিকে একই অঞ্চলের অন্য দল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৪ নম্বরে। ১৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১।
ফুটবল
বিশ্বকাপ প্রস্তুতিতে নজর রেখে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বাকি ১৩ মাস। এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ